ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অপুষ্টির চিকিৎসায় অসাধারণ সাফল্যের অংশ বাংলাদেশ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অপুষ্টির চিকিৎসায় অসাধারণ সাফল্যের অংশ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : অপুষ্টির শিকার শিশুর চিকিৎসায় অসাধারণ সাফল্যের অংশ হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ গবেষণায় দেখা গেছে, কলা, বুটের ডাল, সয়া আর বাদামের সমন্বয়ে তৈরি এক ধরণের মিশ্র খাবারের মাধ্যমে শিশুর অন্ত্রনালীর উপকারি ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং অপুষ্ট শিশুর সুষম বৃদ্ধিতে উন্নয়ন ঘটেছে। শুধু তাই নয়, শিশুর হাড়, মস্তিস্ক ও দেহের সুষম বৃদ্ধিতেও ভূমিকা রাখছে এই মিশ্রিত খাদ্য।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক জেফরি গর্ডনের নেতৃত্বে বাংলাদেশে এই গবেষণা কার্যক্রমে অংশ নিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি কেন্দ্রের প্রধান তাহমিদ আহমেদ।

বিশ্ব খাদ্য সংস্থার হিসেবে, বিশ্বে পাঁচ বছরের নিচের ১৫ কোটি শিশু অপুষ্টির শিকার। দুর্বল ও ছোট হওয়ায় এসব শিশুর অনেকের অন্ত্রে অপূর্ণাঙ্গ ও অপরিণত ব্যাকটেরিয়া থাকে।

ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকদের বিশ্বাস, এ কারণেই শিশুর বৃদ্ধি কম হয়। তবে যে কোনো খাবারই শিশুর এই অপুষ্টি দূর করতে সমভাবে সক্ষম নয়। বাংলাদেশি শিশুদের সুস্থ অন্ত্রে প্রধানত কী ধরণের ব্যাকটেরিয়া থাকে সেটি নিয়ে গবেষণা করেছেন গবেষকরা। তারা দেখেছেন, ইঁদুর ও শুকরের মধ্যে এই গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়াগুলোর বৃদ্ধিতে সাহায্য করে কোন ধরণের খাদ্য।

জার্নাল সায়েন্সে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ১২ থেকে ১৮ মাসের ৬৮ শিশুকে এই গবেষণায় সংশ্লিষ্ট করা হয়। দেখা গেছে, কলা, সয়া, চীনবাদাম ও বুটের ডালের মিশ্রণ শিশুদের অন্ত্রনালীর ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করছে। পাশাপাশি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, মস্তিস্ক ও হাড়ের গঠন উন্নয়নে এ খাদ্য মিশ্রন কাজ করছে।

গবেষণা প্রকল্পে অর্থায়ন করেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সংস্থাটির জ্যেষ্ঠ প্রকল্প পরিচালক ক্রিস দাম্মান বলেন, ‘এটাই সর্বরোগের ওষুধ সে কথা বলতে চাই না। তবে একে নিয়ে আশান্বিত হওয়া যায় বলে আমরা মনে করি।’

গবেষণা দলের সমন্বয়ক আইসিডিডিআরবির পুষ্টি কেন্দ্রের প্রধান তাহমিদ আহমেদ বলেন, ‘এটা হতে পারে অপুষ্টির চিকিৎসা ব্যবস্থা পরিবর্তনকারী।’

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৯/শাহেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়