ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১০

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে চার তলা ভবন ধসে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো আটক পড়ে রয়েছে আরো ৪০ জন।

স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ মুম্বাইয়ের ডোংরি এলাকার ট্যান্ডেল স্ট্রিটে এ ঘটনা ঘটে।

শত বছরের পুরোনো ওই ভবনটিতে এখনো ৪০ জন আটকা পড়ে আছে বলে এনডিটিভি অনলাইন জানিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। ভবনটি যে এলাকাতে অবস্থিত, সেখানকার গলিগুলো সরু। গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে ওই লেন।

ভবনধসের প্রত্যক্ষদর্শী এক কিশোর বলেন, ‘আমরা বিকট শব্দ শুনতে পেয়েছিলাম। প্রত্যেকেই চিৎকার করছিল ভবন ধসে পড়ছে, ভবন ধসে পড়ছে।’

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি মৃতদেহ দেখেছি। ভবনটিতে সাত থেকে আটটি পরিবার বাস করতো’।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সাংবাদিকদের বলেছেন, ‘ভবনটি শত বছরের পুরোনো। আমরা এর পুনর্নিমাণের অনুমতি দিয়েছিলাম। পুনর্নিমাণের উদ্যোগ দেরিতে নেওয়া হয়েছিল কিনা তা আমরা তদন্তের পর জানতে পারব। এই মুহূর্তে আমরা আটকে পড়া লোকদের উদ্ধারের প্রতি মনোনিবেশ করছি।’


রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়