ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে নালিশ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে নালিশ

আন্তর্জাতিক ডেস্ক :  বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করেছেন প্রিয়া সাহা নামের এক নারী। সম্প্রতি হোয়াইট হাউজে ধর্মের নামে কোনো না কোনোভাবে প্রবল অত্যাচারের মুখে পড়া মানুষদের সঙ্গে দেখা করেন ট্রাম্প। ওই সময় নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয়দানকারী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া এই নালিশ দেন।

ট্রাম্পের কাছে ওই নারী বলেছেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। সেখানে তিন কোটি ৭০ লাখ হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান নিখোঁজ হয়ে গেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।  এখনো সেখানে এক কোটি ৮০ লাখ সংখ্যালঘু মানুষ রয়েছে। আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ত্যাগ করতে চাই না। আমাদের দেশে থাকতে সাহায্য করুন।’

তিনি বলেন, ‘আমি আমার বাড়ি হারিয়েছি। তারা আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। তারা আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু কোনো বিচার এখনো পাইনি।’

এ সময় ট্রাম্প ওই নারীর কাছে জানতে চান কারা এ ধরণের কাজ করছে।

এর জবাবে ওই নারী বলেন, মৌলবাদী মুসলিম সংগঠন। তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পায়।




রাইজিংবিডি/১৯ জুলাই ২০১৯/ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়