ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উত্তেজনা প্রশমনের উপায় জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তেজনা প্রশমনের উপায় জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, কেবল ‘বিচক্ষণতা ও দূরদর্শিতাই’ লন্ডন ও তেহরানের মধ্যকার উত্তেজনাকে প্রশমিত করতে পারে। যুক্তরাজ্যের একটি ট্যাংকার হরমুজ প্রণালি থেকে আটকের পর ইরানের সঙ্গে যে উত্তেজনা চলছে তা দূর করার প্রক্রিয়া উল্লেখ করতে যেয়ে রোববার তিনি এ কথা বলেন।

জারিফ তার টুইটে বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প শতবর্ষের সেরা যুদ্ধের টোপ দিয়ে ব্যর্থ হয়ে এবং তার বি দলের পতনের আশঙ্কায়, উপদেষ্টা জন বোল্টন যুক্তরাজ্যকে কাদামাটিতে টেনে আনার আশায় তার বিষ ঢেলে দিচ্ছেন। কেবল বিচক্ষণতা ও দূরদর্শিতাই এ ধরণের কূটকৌশলকে ব্যর্থ করতে পারে।’

শুক্রবার হরমুজ প্রণালী থেকে একটি ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। নৌযানটি শিগগিরই ছেড়ে না দিলে ইরানকে পাল্টা ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য। দুই সপ্তাহ আগে জিব্রাল্টার প্রণালি থেকে ইরানের একটি ট্যাংকার আটক করেছিল যুক্তরাজ্য। ওই সময় ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, এর প্রতিশোধ নেবে তেহরান।


রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়