ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০০, ২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত। যুদ্ধে ব্যবহারযোগ্য রাশিয়ার তৈরি কিলো-ক্লাস ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনটি চলতি বছরের শেষ দিকে মিয়ানমারের নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার সম্মতিতেই এই হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। হস্তান্তরিত হলে এটিই হবে মিয়ানমারের নৌবাহিনীর প্রথম সাবমেরিন।

ভারতের বিজাগ বন্দরে আইএনএস সিন্ধুবীর নামের সাবমেরিনটির আধুনিকায়নের কাজ চলছে। ১৯৮০ সালে ৭২ দশমিক ৬ মিটার দৈর্ঘ্যের সাবমেরিনটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল ভারত।  এতে রাশিয়ার ৩এম-৫৪ ক্যালিবার স্বল্পপাল্লার ক্রুজ মিসাইল ও ৫৩ টাইপ টর্পেডো যুক্ত করা যেতো।

সম্প্রতি ভারত ও মিয়ানমারের শীর্ষ সামরিক পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিং অং হ্লাইংও ভারত সফর করেছেন। ‘সামরিক সহযোগিতা, যৌথ মহড়া পর্যালোচনা এবং মিয়ানমারে প্রতিরক্ষা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়াসহ’ বিভিন্ন ইস্যুতে মিং অং হ্লাইং এসব বৈঠকে আলোচনা করেছেন বলে ভারতীয় প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/২ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়