ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মোদি ও ইমরানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোদি ও ইমরানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর নিয়ে উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নরেন্দ্র মোদি ও ইমরান খানের সঙ্গে এ ফোনালাপ হয়েছে বলে মঙ্গলবার এক টুইটে ট্রাম্প জানিয়েছেন।

ট্রাম্প তার টুইটে লিখেছেন, ‘আমার দুই ভালো বন্ধু, ভারতের প্রধানমন্ত্রী মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী খানের সঙ্গে বাণিজ্য, কৌশলগত অংশীদারিত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ভারত ও পাকিস্তানকে কাশ্মীরে উত্তেজনা হ্রাসের জন্য কাজ করতে বললাম। কঠিন পরিস্থিতি, কিন্তু ভালো আলাপ হয়েছে!’

বৈরি সম্পর্কের দুই দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ফোনালাপ বিষয়ে এর আগে সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র হোগা গিডলে বলেছিলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক শান্তি রক্ষার গুরুত্বের বিষয়েটি তুলে ধরেছেন।’

সোমবার প্রথমে নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় আধাঘন্টা কথা বলেন ট্রাম্প। ওই সময় দুই নেতার মধ্যে কাশ্মীর প্রসঙ্গের পাশাপাশি বাণিজ্য বিষয়েও আলোচনা হয়।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, ‘বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র-ভারতের অর্থনৈতিক বন্ধন কীভাবে আরও জোরদার করা যায় তা নিয়ে ফের আলোচনা করেছেন দুই নেতা এবং তারা শিগগিরই আবার দেখা করার আশা ব্যক্ত করেছেন।’

মোদির সঙ্গে ফোনালাপের পর পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। সোমবার পাক পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি বিষয়টি  নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে কুরেশি বলেছেন, টেলিফোনে দুই নেতা কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা প্রশমনের বিষয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়