ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দক্ষিণ এশিয়ার প্রথম তেলের পাইপলাইন উদ্বোধন

সাজেদ রোমেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ এশিয়ার প্রথম তেলের পাইপলাইন উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি মঙ্গলবার যৌথভাবে দুই দেশের সীমান্তে তেল সরবরাহের পাইপলাইন  উদ্বোধন করেছেন।

নয়াদিল্লি ও কাঠমাণ্ডু থেকে দুই প্রধানমন্ত্রী নিজ নিজ অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুইচ টিপে দক্ষিণ এশিয়ার প্রথম আন্ত:দেশীয় এই পাইপলাইন উদ্বোধন করেন বলে জানিয়েছে কাঠমন্ডু পোস্ট।

এ বিষয়ে নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, ‘খুবই আনন্দের বিষয় যে, আন্ত:সীমান্তে প্রথম তেলের পাইপলাইন নির্মাণ  খুবই কম সময়ে শেষ হয়েছে। এই প্রকল্পটি নির্ধারিত  সময়ের অর্ধেক সময় লেগেছে। সব কৃতিত্ব যায় নেপালের নেতৃত্ব, সরকার এবং আমাদের যৌথ প্রয়াসে।’

এদিকে কে পি শর্মা ওলি লেখেন, ‘মোদি জি এবং তার ভারতের সরকারকে ধন্যবাদ যে, তারা সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ করেছে।’

৬৯ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন দিয়ে বিহারের একটি তেল শোধনাগার থেকে জ্বালানি তেল যাবে নেপালের আমালেখগঞ্জে। পরীক্ষামূলকভাবে এই পাইপলাইন দিয়ে ভারত এর আগে সাড়ে ৬০০ কিলোলিটার পানি এবং ৩০০০ হাজার কিলোলিটার ডিজেল পাঠায়। চার হাজার কিলোলিটার পেট্রোলিয়াম পাঠানো যাবে নবনির্মিত পাইপলাইন দিয়ে। সাড়ে তিন বিলিয়ন রুপি খরচ হয়েছে এই প্রকল্পে। যার বড় অংশই ভারত সরকার দিয়েছে অনুদান হিসেবে।

উল্লেখ্য, নেপালে প্রভাব বিস্তারে নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে শরিক হতে প্রতিযোগিতা রয়েছে ভারত এবং চীনের মধ্যে।


রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৯/সাজেদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়