ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সৌদি-ইরান মধ্যস্থতায় ছুটছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৮, ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি-ইরান মধ্যস্থতায় ছুটছেন ইমরান খান

সৌদি আরব ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ লক্ষ্যে রোববার তেহরান ও রিয়াদ সফরে যাচ্ছেন তিনি।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইমরান জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনের জন্য তাকে ওয়াশিংটন ও রিয়াদ অনুরোধ জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, ব্যক্তিগতভাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্পর্কের ক্রমাবনতির বিষয়ে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে আলোচনা করতে ইমরানকে অনুরোধ জানিয়েছেন।

গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সৌদি আরবের কয়েকটি তেলবাহী জাহাজ 'গুপ্ত হামলার' শিকার হয়। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র ও সৌদি। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। এরপর থেকেই তেহরানের সঙ্গে রিয়াদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে।



ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়