ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এরপর কি পর্নো হাব?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরপর কি পর্নো হাব?

ভারতের অর্থনীতি নিয়ে দেশটির আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের একটি মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।  দেশের অর্থনীতির হাল যে ভাল, তা প্রমাণ করতে এ বার সিনেমার টিকিট বিক্রিকে হাতিয়ার করেছেন। তার জবাবে টুইটারে সমালোচনাকারীরা মন্ত্রীকে কানাডাভিত্তিক পর্নো ভিডিও শেয়ারিং সাইট পর্নো হাবের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশে আর্থিক অগ্রগতি কমেছে ঠিকই। কিন্তু বিশেষভাবে পিছিয়ে পড়েছে ভারত ও  ব্রাজিল। এছাড়া ভারতের ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের (এনএসএসও) প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বেকারত্বের হার গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

শনিবার সাংবাদিকদের রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘আমি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর আমলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছিলাম এবং আমি সিনেমার ভক্ত। সিনেমা বিপুল ব্যবসা করছে। ২ অক্টোবর তিনটি হিন্দি ছবি মুক্তি পেয়েছে। আমাকে সিনেমা সমালোচক কোমল নাহতা জানিয়েছেন, জাতীয় ছুটির দিনে তিনটি সিনেমা ১২০ কোটি আয় করেছে, যা দেশের আর্থিক অবস্থা মজবুতের ইঙ্গিত দেয়।’

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মন্ত্রীর এই মন্তেব্যর তীব্র সমালোচনা শুরু হয়েছে।

ড্রাঙ্ক জার্নালিস্ট নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘এই ব্যক্তি তাদের যুক্তির জবাব দিচ্ছে সিনেমা সংগ্রহ দিয়ে! এরপর কি পর্নো হাবের দর্শক সংখ্যা হিসাব করা হবে?’

রিয়াজ আহমেদ নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘এই সরকার দেশের অর্থনীতিকে সিনেমার টিকেট কাউন্টারে নিয়ে দাঁড় করাবে।’

আরেকজন লিখেছেন, ‘অর্থনীতি মন্দ নয়, কারণ পর্নো হাব একদিনে এক লাখ মার্কিন ডলার আয় করছে।’

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়