ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

তীব্র হামলা’ চালানোর হুমকি এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তীব্র হামলা’ চালানোর হুমকি এরদোয়ানের

যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, পাঁচ দিনের মধ্যে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে সিরিয়া সীমান্ত থেকে সরিয়ে না নিলে আরো ‘তীব্র হামলা’ চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যে তুরস্ক ও সিরিয়ার সীমান্তে প্রতিষ্ঠিত ‘নিরাপদ জোন’ থেকে পাঁচ দিনের মধ্যে কুর্দি সেনাদের প্রত্যাহারের চুক্তি হয়। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার মধ্যে নির্ধারিত সেই পাঁচ দিন শেষ হবে। তবে ওই এলাকা থেকে এখনো কুর্দি ওয়াইপিজে বাহিনীর সদস্য সরিয়ে নেওয়া বাকী আছে।

মঙ্গলবার রাশিয়ার উদ্দেশে যাত্রার আগে বিমানবন্দরে এরদোয়ান সাংবাদিকদের বলেন, ‘প্রত্যাহার অব্যাহত আছে। ইতোমধ্যে সাত থেকে আটশ সেনা প্রত্যাহার করা হয়েছে, আরো প্রায় এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ সেনা প্রত্যাহার বাকী আছে। বলা হয়েছে, তাদেরও প্রত্যাহার করা হবে। তাদের সবাইকে প্রত্যাহার করতে হবে।’

হামলার হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমাদেরকে দেওয়া আমেরিকার প্রতিশ্রুতি রক্ষা করা না হলে, যেখানে আমাদের অভিযান স্থগিত করা হয়েছিল সেখান থেকেই তা আবার আমরা শুরু করব। এইবার তা হবে অনেক বড় লক্ষ্য অর্জনের জন্য।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়