ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অস্ট্রেলিয়ায় দাবানলে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ায় দাবানলে নিহত ৩

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে দাবানালে তিন জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো চার জন। নিউ সাউথ ওয়েলসে দাবানলে ধ্বংস হয়েছে দেড় শতাধিক বাড়ি। শনিবার অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস (এনএসডব্লিউ আরএফএস) জানিয়েছে, রাজধানী সিডনি থেকে ৫৫০ কিলোমিটার উত্তরের গ্লেন ইনস এলাকায় দুজন নিহত হয়েছে। এদের মধ্যে একটি গাড়ি থেকে এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার আগুনে দগ্ধ এক নারী চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছে। আগুন নেভাতে এক হাজারের বেশি কর্মী কাজ করছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, সিডনি থেকে ৩০০ কিলোমিটার উত্তরের শহর তারির উত্তরে পুড়ে যাওয়া বাড়ি থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাড়িটি ৬৩ বছরের এক বৃদ্ধার বলে জানা গেছে।

স্থানীয় সময় শনিবার বিকেলে প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, এখনো চার জন নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

সিডনিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সকে জরুরি পরিস্থিতি মোকাবেলায় ব্যবহার করা হতে পারে।

এনএসডব্লিউ আরএফএসের কমিশনার শেন ফিৎজসিমন্স জানান, আগামী সপ্তাহে দাবানল পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়