ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিজেকে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজেকে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা সিনেটরের

নিজেকে বলিভিয়ার অন্তর্বতী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন সিনেটের বিরোধী দলীয় সদস্য জিনাইন আনিয়েজ। প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করে দেশ ছাড়ার এক দিন পর মঙ্গলবার তিনি এ ঘোষণা দিলেন।

আনিয়েজ জানিয়েছেন, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদের জন্য তিনিই সামনে আছেন। শিগগিরই নতুন নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বলিভিয়ার সাংবিধানিক আদালত আনিয়েজের নিয়োগের অনুমোদন দিয়েছে।

বিবিসি জানিয়েছে, কংগ্রেসে প্রেসিডেন্ট নিয়োগের অধিবেশন মোরালেসের দলের সদস্যরা বর্জন করেছে। আনিয়েজকে ‘অভ্যুত্থান প্রচারকারী ডানপন্থি সিনেটর’ বলে আখ্যা দিয়েছেন মেক্সিকোতে আশ্রয় নেওয়া মোরালেস।

আনিয়েজ বলেছেন, ‘প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের অনুপস্থিতিতে...সিনেটর চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক আদেশ অনুযায়ী, আমি নিজেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করছি।’

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে মোরালেস প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার দাবি করেন। নির্বাচনে কারচুপির অভিযোগ করে বিরোধীরা এ দাবি প্রত্যাখ্যান ও বিক্ষোভ করে আসছিল। বিক্ষোভের মুখে রোববার পদত্যাগ করেন মোরালেস।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়