RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৫ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

শ্রীলঙ্কায় মুসলিম ভোটারদের গাড়িতে বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কায় মুসলিম ভোটারদের গাড়িতে বন্দুক হামলা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় মুসলিম ভোটারদের গাড়ি লক্ষ্য করে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উত্তর-পশ্চিমের শহর পুত্তালামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, এর মাধ্যমে মুসলিম ভোটাররা যাতে ভোটকেন্দ্রে না যায় সেজন্য আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। প্রতিবেশী জেলা মান্নারে ভোটার হিসেবে রেজিস্ট্রিভুক্ত হওয়ায় সেখানে ভোট দিতে যাচ্ছিলেন মুসলিম ভোটাররা। হামলাকারীরা সড়কে টায়ার জ্বেলে ব্যরিকেড দেয়। পরে ওই পথ দিয়ে যাওয়া শতাধিক গাড়ি আটকে বন্দুক হামলা চালায় তারা।

রাজধানী কলম্বো থেকে ১৫০ মাইল উত্তরে অবস্থিত তান্ত্রিমেলের এক পুলিশ কর্মকর্তা বলেন,‘বন্দুকধারীরা গুলি ছোঁড়ে এবং পাথরও ছোঁড়ে। অন্ততপক্ষে দুটি বাস হামলার শিকার হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।’

ইস্টার সানডে হামলার সাত মাসের মাথায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গির্জা ও হোটেলে ইসলামি চরমপন্থিদের ওই হামলায় ২৬৯ জন নিহত হয়। ওই ঘটনার পর ৯ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা, হয়রানি ও সামাজিক বয়কটের ঢেউ তোলে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ বাসিন্দারা।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়