ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে গোটাবায়ার শপথ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে গোটাবায়ার শপথ

শ্রীলঙ্কার সপ্তম প্রেসিডেন্ট হিসেবে গোটাবায়া রাজাপাকসেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

রোববার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশাপ্রিয়া জানিয়েছেন নির্বাচনে রাজাপাকসে ৬৯ লাখ ২৪ হাজার ২৫০ ভোট পেয়েছেন। সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোটাবায়া রাজাপাকসে দুই মেয়াদে ক্ষমতায় থাকা মাহিন্দা রাজাপাকসের ভাই।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামীকাল সোমবার প্রেসিডেন্ট হিসেবে গোটাবায়া রাজাপাকসের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রাচীন শহর অনুরাধাপুরার শ্রী মহাবোধিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার কড়া নিরাপত্তার মধ্যে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ৩৫ প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় ক্ষমতাসীন ইউএনপি’র সাজিথ প্রেমাদাসা এবং বিরোধী দল শ্রীলঙ্কা এসএলপিপি’র গোটাবায়া রাজাপাকসের মধ্যে। রোববার সকালে প্রাপ্ত ফলাফলে রাজাপাকসেকে এগিয়ে থাকতে দেখা যায়। পরে ইউএনপি’র সাজিথ প্রেমাদাসা পরাজয় মেনে নেওয়ার ঘোষণা দেন।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়