ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ব্রিটিশ কনস্যুলেট কর্মীকে চীনের নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রিটিশ কনস্যুলেট কর্মীকে চীনের নির্যাতনের অভিযোগ

হংকংয়ে ব্রিটিশ কনস্যুলেটের এক প্রাক্তন কর্মীর ওপর নির্যাতন চালিয়েছে চীন। সিমন চেং নামের হংকংয়ের ওই বাসিন্দা বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন।

প্রায় দুই বছর যুক্তরাজ্য সরকারের হয়ে কাজ করেছেন সিমন। গত আগস্টে ১৫ দিনের জন্য চীন সফরে গেলে তাকে আটক করে বেইজিং।

২৯ বছরের সিমন বলেন, ‘আমি ছিলাম শৃঙ্খলিত, চোখ বাঁধা ও মাথায় কাপড় দিয়ে ঢেকে রাখা অবস্থায়’।

তিনি জানান, তাকে হ্যান্ডকাফ পরিয়ে ঝুলিয়ে রাখা হতো। এরপর তাকে হংকংয়ের বিক্ষোভকারীদের সঙ্গে ব্রিটিশ সরকারের সম্পর্ক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতো। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বিক্ষোভ উস্কে দেওয়া হয়েছে বলে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলতো।

সিমন বলেন, ‘হংকংয়ের বিক্ষোভে যুক্তরাজ্যের ভূমিকা কী তা জানতে চাইতো তারা-কী ধরনের সহযোগিতা, অর্থ ও যন্ত্র আমরা বিক্ষোভকারীদের সরবরাহ করছি সে সম্পর্কে প্রশ্ন করতো তারা’।

যুক্তরাজ্য সরকারের সূত্র জানিয়েছে, তারা সিমনকে প্রহার ও জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ বিশ্বাস করেছেন।

বিবিসি জানিয়েছে, তাদের প্রতিবেদনের পর ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক র‌্যাব চীনা রাষ্ট্রদূতকে তলব করেছেন।

র‌্যাব বলেন, ‘মূল ভূখন্ড চীনে আটক থাকার সময় চেং যে অমর্যাদাকর আচরণের মুখোমুখি হয়েছে তাতে আমরা বিক্ষুব্ধ... আমরা এটা স্পষ্ট করেছি যে, চীনা কর্তৃপক্ষের কাছে আমরা এর পুর্নবিবেচনা চাই এবং দোষীদের বিচার চাই’।

তবে বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা  ‘অবশ্যই ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই তলব’ গ্রহণ করবে না। বরং ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে তাদের ক্ষোভ প্রকাশ করবে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়