ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ছোট ভাই প্রেসিডেন্ট, বড় ভাই প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছোট ভাই প্রেসিডেন্ট, বড় ভাই প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। বৃহস্পতিবার এই শপথ পড়িয়েছেন তার ছোট ভাই নতুন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

শ্রীলঙ্কার ইতিহাসে এই প্রথম দুই ভাই একইসময়ে শীর্ষ দুটি রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হলেন। মাহিন্দার এই মেয়াদ থাকবে আগামী বছরের সাধারণ নির্বাচন পর্যন্ত।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে দলের পরাজয়কে কারণ দেখিয়ে পদত্যাগ করেন রনিল বিক্রমাসিংহে। এর কয়েক ঘন্টা পর ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান গোটাবায়া। কলম্বোতে মাহিন্দার শপথগ্রহণ অনুষ্ঠানে দুই ভাইয়ের স্ত্রী, তাদের ছেলে ও পুত্রবধূরা উপস্থিত ছিলেন।

৭০ বছরের গোটাবায়া এক টুইটে বলেছেন,‘গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলংকার প্রধানমন্ত্রী হওয়ায় মাহিন্দা রাজাপাকসেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি’।

২০০৫-২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজাপাকসে। ওই সময় মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন গোটাবায়া।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়