ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারী বর্ষণে তামিলনাড়ুতে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারী বর্ষণে তামিলনাড়ুতে ১৭ জনের মৃত্যু

ভারতের তামিলনাড়ু রাজ্যে ভারী বৃষ্টিপাতে এক গ্রামে দেয়াল ধসে দুই শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোরে ভারি বৃষ্টির সময় কোয়িমবাতোর জেলার নাদুর গ্রামে দেয়াল ধসের ঘটনাটি ঘটে। খবর ইন্ডিয়া টুডের।

একটি কম্পাউন্ডের ২০ ফুট উঁচু দেয়াল ধসে কয়েকটি বাড়ির ওপর পড়ে। বাড়িগুলোর বাসিন্দারা তখন ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে তামিলনাড়ু রাজ্য সরকার।

গত কয়েকদিন ধরে ভারতের দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্য তামিলনাড়ু ও পদুচেরির কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। সোমবারও ভারি বৃষ্টি অব্যাহত ছিল। কয়েকটি জায়গায় অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়