ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ম্যাক্রোর মন্তব্যকে ‘জঘন্য’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যাক্রোর মন্তব্যকে ‘জঘন্য’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ন্যাটো সম্মেলনে যোগ দিতে লন্ডন যাওয়ার পর সাংবাদিকদের কাছে ন্যাটো নিয়ে ম্যাক্রোর মন্তব্য ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন তিনি।

গত মাসে প্রেসিডেন্ট ম্যাক্রো ন্যাটোর ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করে বলেছিলেন এটি এখন ‘জীবন্মৃত’ সংস্থা।

মঙ্গলবার ট্রাম্প দাবি করেছেন, জোটের মধ্যে জার্মানি প্রতিরক্ষা খাতে খুব কম ব্যয় করে।

এসময় ম্যাক্রোর মন্তব্য অত্যন্ত অপমানজনক উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন,‘এটা অত্যন্ত জঘন্য বিবৃতি। আমার মনে হয় ফ্রান্সে বেকারত্বের হার অনেক বেশি। সব দিক থেকে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা ভালো না’।

তিনি বলেন,‘আপনি যখন দেখবেন ফ্রান্সে কী ধরণের জটিল পরিস্থিতি চলছে তখন কড়া বক্তব্য দিতে পারেন। আপনি ন্যাটোকে নিয়ে এ ধরনের বক্তব্য দিতে পারেন না। এটা অত্যন্ত অসম্মানজনক’।

ট্রাম্প বলেন, ‘ফ্রান্সের চেয়ে কারো ন্যাটোর এতো বেশি প্রয়োজন নেই...যুক্তরাষ্ট্র অনেক কম সুবিধা ভোগ করে’।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়