ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কলার দাম কোটি টাকা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলার দাম কোটি টাকা

একটি কলা, দেয়ালে স্কচটেপ দিয়ে আটকানো। এই শিল্পকর্ম  মিয়ামি সৈকতের আর্ট বাসেলে বিক্রি হয়েছে। দাম এক কোটি এক লাখ ৭৬ হাজার ৬৮২ টাকা।

ইতালির খ্যাতনামা শিল্পী মোরিজিও ক্যাটেলান এই কলার নাম দিয়েছেন ‘কৌতুক অভিনেতা'। বুধবার প্যারিসের আর্ট গ্যালারি পেরোটিনে এক প্রদর্শনীতে ব্যবহৃত হয়েছিল এই কলার শিল্পকর্ম।

অনলাইন প্ল্যাটফর্ম ‘আর্টসি' জানাচ্ছে, শিল্পীর অন্যান্য শিল্পকর্মের মতো এটিও কয়েকটি বিক্রি হয়ে গেছে। এই শিল্পকর্মটিও এরই মধ্যে বিক্রি হয়েছে তিনটি। এই শিল্পকর্মে ব্যবহৃত কলাটি মিয়ামির এক মুদি দোকান থেকে কেনা। পেরোটিন গ্যালারির মালিক ইমানুয়েল জানান, কলাটি বিশ্ব বাণিজ্য ও হাস্যরসের প্রতীক।

গ্যালারির পক্ষে ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, এই শিল্পকর্মটি এটাই বোঝাচ্ছে যে, আমরা কোনো বস্তুর মূল্য কীভাবে নির্ধারণ করি এবং কোনগুলোকে মূল্যবান হিসেবে ধরি।

ওই পোস্টে বলা হয়েছে যে, শিল্পী চেয়েছিলেন একটি কলার ভাস্কর্য তৈরি করতে এবং সেটা করার জন্য প্রতিবারই তিনি নিজের হোটেল থেকে একটি কলা নিয়ে যেতেন।

কলাটিকে বাস্তব রূপ দেওয়ার আগে তিনি কলা সম্পর্কিত অনেক কিছু তৈরি করেছেন। কিন্তু গত ১৫ বছরে কোনো আর্ট ফেয়ার তথা শিল্পমেলার জন্য তিনি এমন শিল্পকর্ম তৈরি করলেন।

তথ‌্যসূত্র: সিএনএন


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়