ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লোকসভায় নাগরিকত্ব বিল পাস

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লোকসভায় নাগরিকত্ব বিল পাস

অবশেষে বহুল আলোচিত নাগরিকত্ব (সংশোধন) বিল ভারতের লোকসভায় পাস হয়েছে।

সোমবার দীর্ঘ বিতর্কের পর রাত ১২টার দিকে এই বিল পাস হয়। এই বিলের সমর্থনে ভোট পরে ৩১১ টি। বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ৮০ সদস্য।

এর আগে, সোমবার দুপুরে এই বিল লোক সভায় উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌। বিল উত্থাপনের আগে এ নিয়ে লোক সভায় তীব্র বিতর্ক হয়।

অমিত শাহ্‌ বলেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রান্তে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসে বছরের পর বছর ধরে বহু শরণার্থী বাস করছেন। তাদের নাগরিকত্ব দিতেই এই সংশোধনী বিল। এটি কারো অধিকার ছিনিয়ে নেবে না।

এদিকে বিল পাসের পর, লোক সভার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌কেও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।

পাস হওয়া এই বিলে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে গিয়ে ভারতে শরণার্থী হওয়া হিন্দু,  খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের শরণার্থী ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃত ভাবে বেছে বেছে অমুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিতে এই বিল এনেছে।

 

ঢাকা/এন এ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়