ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আসামে এনআরসির বিপক্ষে মশাল মিছিল (ভিডিও)

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসামে এনআরসির বিপক্ষে মশাল মিছিল (ভিডিও)

ভারতের আসামে নাগরিকত্ব (সংশোধনী) বিলের প্রতিবাদে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। এ সময় তারা স্লোগানের সাথে হাতে মশাল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।    

মূলত গত সোমবারে লোক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী সংক্রান্ত বিল উত্থাপনই এ বিক্ষোভের কারন।        

উত্তর আসামের ধেমাজি জেলায় ছাত্র ইউনিয়ন আসাম বনধ’র ডাক দেয়। সেখানে ওই বিলের প্রতিবাদ আয়োজিত সমাবেশের সময় পুলিশের সাথে সংঘর্ষে এক বিক্ষোভকারী গুরুতর হন। উত্তর-পশ্চিম ছাত্র সংস্থা (এনইএসও) সহ আসামের সব ছাত্র ইউনিয়ন এ বিক্ষোভে যোগ দেয়।   

নাগরিকত্ব বিল বাতিলের দাবীতে আসামের অন্যান্য জেলা সমূহ যেমন- জোরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া, মাজুলিতেও হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় বেড়িয়ে পরেন।

টেলিভিশন ক্যামেরার সামনে ধেমাজি জেলার এক বিক্ষোভকারী বলেন, “আমরা মরতে প্রস্তুত কিন্তু তবুও এ বিল মেনে নেবো না”।




ঢাকা/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়