ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাইজারে সন্ত্রাসী হামলায় ৭১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাইজারে সন্ত্রাসী হামলায় ৭১ সেনা নিহত

আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ৭১ সেনা নিহত হয়েছে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কোন গোষ্ঠী এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায় নি।

মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় টিলাবেরি অঞ্চলের ইনঅ্যাটস এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। ২০১৫ সালে ইসলামি মিলিশিয়াদের হামলা শুরু হওয়ার পর দেশটির সেনাবাহিনীর ওপর এটাই সবচেয়ে বড় হামলা।

জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে,‘দুঃখজনকভাবে আমরা সংখ্যা জানাচ্ছি : ৭১ সেনা সদস্য নিহত ও ১২ জন আহত। অন্যরা নিখোঁজ রয়েছে’।

বিবৃতিতে বলা হয়, ‘ভারী অস্ত্রসহ শতাধিক সন্ত্রাসী’ এই হামলা চালিয়েছে। ‘বিপুল সংখ্যক সন্ত্রাসী নিহত হয়েছে। শত্রুরা কামিকেইজ যানবাহন ব্যবহার করে গোলাবর্ষণ করেছে। তিন ঘন্টা ধরে লড়াই চলেছে’।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, ‘সন্ত্রাসীরা গোলা ও মর্টার হামলা চালিয়েছে শিবিরে। গোলা বিস্ফোরণ ও জ্বালানি তেলের কারণে হতাহতের সংখ্যা বেড়েছে’।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়