ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জয়ের পথে জনসন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৪, ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ের পথে জনসন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় ধরনের জয়ের পথে রয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বুথ ফেরত জরিপের ফলে দেখা গেছে,জনসনের কনজারভেটিভ দল ৩৬৮ আসন পেতে চলেছে। ২০১৭ সালের চেয়ে এই সংখ্যা ৫০ বেশি।

বিবিসি জানিয়েছে, ১৪৪টি কেন্দ্রে পরিচালিত জরিপে দেখা গেছে, প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদল জেরেমি করবিনের লেবার পার্টি ১৯১টি আসন পেতে পারে। স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি এসএনপি ৫৫টি, লিবারেল ডেমোক্র্যাটস ১৩টি, প্লেইড সাইমরু তিনটি এবং গ্রিনস একটি আসন পেতে পারে।

জরিপের হিসেবে, ১৯৮৭ সালের পর কনজারভেটিভ দলের সবচেয়ে বড় বিজয় হতে পারে। আর লেবার পার্টির জন্য হতে পারে ১৯৩৫ সালের পর সবচেয়ে খারাপ ফল।

সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, কনজারভেটিভ পার্টি পেয়েছে ৭১ আসন, লেবার পার্টি ৬৬, এসনপি ১৩, প্লেইড সাইমরু তিনটি এবং গ্রিনস একটি আসন পেয়েছে।

ইংল্যান্ডের উত্তর ও ওয়ালসে আসন হারিয়েছে লেবার পার্টি। ইংল্যান্ডের উত্তরে গত কয়েক দশকের মধ্যে প্রথম বিজয় পেয়েছে কনজারভেটিভ পার্টি।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়