ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কেনিয়ায় মার্কিন ঘাঁটিতে জঙ্গি হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেনিয়ায় মার্কিন ঘাঁটিতে জঙ্গি হামলা

কেনিয়ার লামু কাউন্টিতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাব। এ ঘাঁটিটি যুক্তরাষ্ট্র ও কেনিয়া যৌথভাবে ব্যবহার করে। রোববার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

স্থানীয় সময় রোববার ভোরে এই হামলা শুরু হয়।  লড়াই এখনো চলছে বলে দুপুরে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও সেনা সূত্র।

হামলায় কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায় নি। তবে কেনিয়ার সেনাবাহিনী দাবি করেছে, চার জঙ্গি নিহত হয়েছে।

এক বিবৃতিতে আল-শাবাব জানিয়েছে,হামলায় সাত যুদ্ধবিমান ও তিনটি সামরিক যান ধ্বংস করা হয়েছে’। বিধ্বস্ত যুদ্ধবিমানের ছবিও তারা প্রকাশ করেছে।

কেনিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল পল এনজুগুনা জানিয়েছেন, সংঘর্ষে চার জঙ্গি নিহত হয়েছে।

এক টুইটে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড মান্দা বে এয়ারফিল্ডে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিস্তারিত তথ্যের জন্য তারা পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও জানানো হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়