ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিমান ভূপাতিতের ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমান ভূপাতিতের ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে ইরান

ইউক্রেনের যাত্রীবাহী বিমানে ভুল করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। মঙ্গলবার দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিচার বিভাগের মুখপাত্র ঘোলাম হোসেইন ইসমাইলি সাংবাদিকদের জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের অংশ হিসেবে এসব লোকদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য তিনি জানান নি।

এর আগে প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছিলেন, বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত দেখভাল করবে একটি বিশেষ আদালত।

তিনি বলেছেন, যে ব্যক্তিটি ক্ষেপণাস্ত্রের বোতামে চাপ দিয়েছিল ‘দুর্ভাগ্যজনক এই ঘটনার’ জন্য স্রেফ তাকে দোষারোপ করা উচিৎ নয়।

রুহানি বলেন, ‘ইরানের সামরিক বাহিনী তাদের দোষ স্বীকার করেছে প্রথম পদক্ষেপ হিসেবে এটি ভালো। জনগণকে আমাদের নিশ্চয়তা দেওয়া উচিৎ যে, এ ধরনের ঘটনা আর ঘটবে না’।

বুধবার তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ছয় মিনিট পর ইউক্রেন এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহীর সবাই নিহত হন। এদের অধিকাংশই ছিলেন ইরানের নাগরিক। প্রথমে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করে,তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রথমে অস্বীকার করলেও তিন দিন পর ইরানি কর্মকর্তারা স্বীকার করেন ভুল করে বিমানটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়