ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিমান থেকে জ্বালানি ফেলা হলো স্কুলের শিশুদের ওপর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমান থেকে জ্বালানি ফেলা হলো স্কুলের শিশুদের ওপর

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের আগে একটি যাত্রীবাহী বিমান থেকে ফেলা জ্বালানি আশপাশের কয়েকটি স্কুলের ওপর পড়েছে। এতে অন্তত ৬০ জন অসুস্থ হয়ে পড়েছে। এদের অধিকাংশই  শিশু শিক্ষার্থী। তাদের ত্বক জ্বালাপোড়া ও শ্বাসকষ্টজনিত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

বিমান চলাচল আইন অনুযায়ী, জরুরি অবতরণের আগে জ্বালানি ফেলে দেওয়া যায়। তবে অতি উঁচু থেকে শুধু নির্দিষ্ট এলাকায় এটি করা যায়।

ডেল্টা এয়ারলাইন্সের ওই বিমানটি ইঞ্জিনের সমস্যার কারণে বিমানবন্দরে ফিরে যাচ্ছিল।

এক বিবৃতিতে ডেল্টা কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় বিমানের ওজন কমানোর জন্য ওই জ্বালানি ফেলা হয়েছিল।

বিমানটি থেকে জ্বালানি ফেলার পর যে শিশু ও বয়স্কদের চিকিৎসা দেওয়া হয়েছে তারা সবাই স্থানীয় অন্তত ছয়টি স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট। তবে তাদের সবার আঘাত সামান্য।

জ্বালানি যখন ফেলা হয় তখন লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬ কিলোমিটার পূর্বে অবস্থিত কাডাহি এলাকার পার্ক ইলিমেন্টারি স্কুলের দুটি শ্রেণির শিক্ষার্থীরা বাইরে ছিল। 

কাডাহির মেয়র এলিজাবেথ আলকানতার বলেছেন, ‘আমি খুবই মর্মাহত। এটি একটি প্রাথমিক বিদ্যালয়, এখানকার শিক্ষার্থীরা সবাই শিশু’।



ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়