ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লেবাননে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৪০০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেবাননে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৪০০

লেবাননের রাজধানী বৈরুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় ৪০০ লোক আহত হয়েছে। শনিবার রাতে এ সংঘর্ষ ঘটে।

গত তিন মাস ধরে লেবাননে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। গত বছরের শেষ দিকে বিক্ষোভের মুখে পদত্যাগ করে হারিরি সরকার। দায়িত্ব নেওয়া নতুন সরকার এখনো অর্থনৈতিক সংস্কারের কোনো পরিকল্পনা উপস্থাপন করতে পারে নি। ইতোমধ্যে লেবাননি মুদ্রা পাউন্ডের মান অর্ধেকে নেমে এসেছে, ব্যাংক ব্যবস্থায় রীতিমতো ধস নেমেছে।

শনিবার বিক্ষোভকারীরা ‘ক্ষোভের’ সপ্তাহ পালনের ডাক দিয়েছিল। তারা পার্লামেন্টের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় মুখ ঢাকা কিছু বিক্ষোভকারী দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। বিক্ষোভকারীদের কিছু অংশ ট্রাফিক চিহ্ন আঁকা খুটি দিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙ্গারও চেষ্টা করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে।  সংঘর্ষে আহতের সংখ্যা আগের সব সংখ্যাকে ছাড়িয়ে গেছে। আহত অন্তত ৩৭৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেডক্রস ও সিভিল ডিফেন্স।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়