ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাজিলে প্রবল বৃষ্টিতে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাজিলে প্রবল বৃষ্টিতে নিহত ৩০

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস জেরাইস রাজ্যে দুদিনের তীব্র ঝড় ও বৃষ্টিতে অন্তত ৩০ জন নিহত হয়েছে। শনিবার  রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো নিখোঁজ রয়েছে ১৭ জন এবং আহত হয়েছে সাত জন। এছাড়া ভূমিধস ও বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় গৃহহীন হয়ে পড়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ।

টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, নদীর পানি উপচে আশেপাশের এলাকাগুলো প্লাবিত করেছে। পানির তোড়ে গাছ ও ছোটোখাটো সেতু ভেসে গেছে। বন্যার কারণে বেশ কিছু মহাসড়ক প্লাবিত হয়েছে।

নিহতদের অধিকাংশের মৃত্যু হয়েছে ভূমিধসে বা বিধ্বস্ত ঘরবাড়ির চাপায়। এদের মধ্যে অন্তত দুটি শিশু রয়েছে। পার্শ্ববর্তী রিও ডি জেনিরো ও এসপিরিতো সান্তো রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১১০ বছর ধরে মিনাস জেরাইসে বৃষ্টিপাতের রেকর্ড রাখা হয়। এই সময়ের মধ্যে এবারই প্রদেশটিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। একদিনে সেখানে সর্বোচ্চ ১৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়