ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আফগানিস্তানে এক বছরে ৭৪২৩ বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানে এক বছরে ৭৪২৩ বোমা হামলা

আফগানিস্তানে গত বছর যুক্তরাষ্ট্র সাত হাজার ৪২৩টি বোমা ফেলেছে। এর আগের ১০ বছরের মধ্যে দেশটিতে মার্কিন বিমান বাহিনীর বোমা হামলার সর্বোচ্চ রেকর্ড এটি।

সোমবার মার্কিন বিমান বাহিনীর সেন্ট্রাল কমান্ড প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে সাত হাজার ৩৬২টি বোমা ফেলা হয়। পরের বছর অর্থাৎ ২০১৯ সালে এই সংখ্যা বেড়ে সাত হাজার ৪২৩ এ দাঁড়ায়। এর আগের দশকে সবচেয়ে বেশি বোমা ফেলা হয়েছিল প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে-চার হাজার ১৪৭টি।

২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আফগানিস্তানের ওপর বোমা ফেলার সংখ্যা বাড়তে শুরু করে। প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন বা আফগান বোমা হামলায় হতাহতদের সংখ্যা প্রকাশের বাধ্যকতা প্রত্যাহার করে নেওয়ায় এই হার বাড়তে শুরু করেছে।

বোমা হামলায় বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় জাতিসংঘ ও অধিকার সংগঠনগুলো বারবার উদ্বেগ জানিয়ে আসলেও তাতে কর্ণপাত করছে না যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী। সর্বশেষ রোববার আফগানিস্তানের বলখ প্রদেশে সরকারি বাহিনীর হামলায় অন্তত সাত বেসামরিক নাগরিক নিহত হয়। এদের মধ্যে তিন শিশুও রয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়