ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কেনিয়ায় পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেনিয়ায় পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থীর মৃত্যু

কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার বিকেলে রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমে কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মগোহা স্থানীয় গণমাধ্যমকে ১৪ শিক্ষার্থী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

কেনিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল ৫টার দিকে শিশুরা স্কুল ছুটির পর বাসায় যেতে যখন ক্লাস থেকে বের হচ্ছিল সে সময়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত আরও প্রায় ৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। আহত কয়েকজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সরু একটি সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামার সময় সেটি ভেঙে পড়ে।

দৈনিক ন্যাশন সংবাদপত্রের খবরে বলা হয়েছে, দৌঁড়াতে থাকা শিশুদের অনেকে ভবনের চতুর্থ তলা থেকে পড়ে যায়।

কীভাবে এ পদদলনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে কাকামেগার পুলিশ কমান্ডার ডেভিড কাবেনা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।


ঢাকা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়