ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহভাজনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহভাজনকে গুলি করে হত্যা

উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা এক ব্যক্তি গণশৌচাগারে যাওয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যম এ দাবি করেছে।

ডং-এ ইলবো নামের পত্রিকাটিতে বলা হয়েছে, ওই বাণিজ্য কর্মকর্তা সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তবে তিনি সেখান থেকে বের হয়ে গণশৌচাগারে গিয়েছিলেন। ভাইরাস বিস্তারের আশঙ্কায় তাকে গ্রেপ্তারের পর গুলি করে হত্যা করা হয়।

উত্তর কোরিয়ায় এখনও করোনাভাইরাস সংক্রমণের কোনো ঘটনা ঘটেনি। তবে চীনের সঙ্গে সীমান্ত ও বাণিজ্য থাকায় ভাইরাস সংক্রমণের আশঙ্কায় কড়া ব্যবস্থা নিয়েছে পিয়ংইয়ং। নির্দেশনা বাস্তবায়নে সামরিক আইন জারি করেছেন কিম  জং উন।

শরীরে করোনাভাইরাসের উপস্থিতি না পাওয়া গেলেও চীনাদের সঙ্গে সম্পর্ক রয়েছে অথবা সম্প্রতি চীন ভ্রমণ করেছেন, এমন যে কোনো ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন উন। অনুমতি ছাড়া কোয়ারেন্টাইন থেকে বের হলেই তার বিরুদ্ধে সামরিক আইন প্রয়োগের আদেশ দেওয়া হয়েছে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়