ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আফগানিস্তানে ৯ মাদক ব্যবহারকারীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানে ৯ মাদক ব্যবহারকারীকে গুলি করে হত্যা

আফগানিস্তানের রাজধানী কাবুলে ৯ মাদক ব্যবহারকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আফগানিস্তান বিশ্বের শীর্ষ স্থানীয় আফিম উৎপাদনকারী দেশ। তবে দেশটিতে মাদক নিয়ে সহিংসতার ঘটনা বিরল।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে কাবুলে অজ্ঞাত এক বন্দুকধারী গৃহহীন মাদক ব্যবহারকারীদের ওপর হামলা চালায়। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামাজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন,‘ক্রোগ পর্বতের পাশে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে।’

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে প্রায় ২৫ লাখ মাদক ব্যবহারকারী আছেন। এদের অধিকাংশই আফিম থেকে তৈরি করা হেরোইন ব্যবহারকারী। এদের মধ্যে ২০ হাজার গৃহহীন।

মাদক বিরোধী মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডা. শুক্কুর হাইদারি বলেন, ‘এটা সামাজিক সংকট।’ মন্ত্রণালয় বছরে কেবল ৪০ হাজার লোকের চিকিৎসার ব্যবস্থা করতে পারে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়