ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তাইওয়ানে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাইওয়ানে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

করোনাভাইরাসে চীনের প্রতিবেশি তাইওয়ানে প্রথম একজনের মৃত্যু হয়েছে।

পেশায় ট্যাক্সি চালক ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি রোববার সে দেশের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং নিশ্চিত করেছেন।

রোববার সংবাদ সম্মেলনে চুং বলেন, ৬১ বছরের ওই ব্যক্তি আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে তার চীন সফরের কোনো রেকর্ড নেই। তবে ট্রাক্সি চালক হওয়ায় তার যাত্রীদের অধিকাংশই ছিল হংকং, ম্যাকাও এবং মূল ভূখন্ড চীনের নাগরিক।

ওই চালকের পরিবারের আরেক সদস্যও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

তাইওয়ানে কোভিড-১৯ নামে করোনাভাইরাসবাহী নতুন এই রোগে ২০ জন আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে।

দেশটিতে ইতোমধ্যে চীনসহ বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমনকি চীনের সঙ্গে প্রায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত এক হাজার ৬৬৫ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে আরো ৬৮ হাজার ৫০০ জন।


ঢাকা/শাহেদ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়