ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনাভাইরাসে মৃত বেড়ে ১৮৭৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসে মৃত বেড়ে ১৮৭৩

করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ হাজার ৮৭৩ জন প্রাণ হারিয়েছেন।

এর মধ্যে শুধু চীনেই মারা গেছেন ১ হাজার ৮৬৮ জন। চীনের বাইরে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে আরো ৯৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৯৩ জন।

হুবেই স্বাস্থ্য কমিশনের ওয়েবসাইটের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানায় বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে হুবেই প্রদেশে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮০৭ জন।

চীন ছাড়াও ফিলিপাইন, হংকং, জাপান, ফ্রান্স ও তাইওয়ানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে ৩০টিরও বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

হুবেই স্বাস্থ্য কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, প্রদেশটিতে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৯৮৯ জন।

ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত ১২ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

ভয়াবহ করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়ের সোমবার মারা গেছেন। এর আগে এ হাসপাতালের এক নার্সও মারা গেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। তবে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।



ঢাকা/জেনিস/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়