ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তাপস পালের মৃত্যুর জন্য মমতাই দায়ী: বিজেপি নেতা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাপস পালের মৃত্যুর জন্য মমতাই দায়ী: বিজেপি নেতা

ভারতের পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, জেলে থাকতে তাপস পালকে কোনোদিন দেখতে যাননি মমতা ব্যানার্জি। আজ তাপস পালের এই দুর্ভাগ্যজনক পরিণতির জন্য কে দায়ী? কার হাত রয়েছে এর পিছনে? মমতা ব্যানার্জিই দায়ী, তৃণমূল দায়ী।

মমতাকে আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, তাপস পালের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন মমতা। সবকিছু মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উনি (তাপস পাল) করেছেন। তৃণমূলের এক সিনিয়র নেতাকে যখন গ্রেপ্তার করে সিবিআই, তখন তাকে দেখতে ভুবনেশ্বরে গিয়েছিলেন মমতা। তাপস পালকে তখন মনে পড়েনি। তাপস পাল ফেঁসে গেলেন বলে ছেড়ে দেওয়া হল।

দিলীপ বলেন, তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী, সাংসদ দুর্নীতিতে জড়িত। কেউ জেলে গেছেন, কেউ যাবেন। অন্যকে দায়ী করে নিজের পাপমুক্তি করার চেষ্টা করছেন মমতা। হতাশা থেকে এসব বলেছেন।

এর আগে আজ রবীন্দ্রসদনে তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি সরকারকে দায়ী করেন তাপসের মৃত্যুর জন্য। আর ২৪ ঘণ্টা পার না হতেই তাপস পালের মৃত্যুর জন্য মমতাকেই দায়ী করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়