ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইতালিতে করোনাভাইরাসে আরো একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিতে করোনাভাইরাসে আরো একজনের মৃত্যু

ইতালিতে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্যসেবা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এএনএসএ।

করোনাভাইরাসে এ নিয়ে ইতালিতে দুজনের মৃত্যু হলো। দেশটির উত্তরাঞ্চলে এ পর্যন্ত ৩০ জন ভাইরাস আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, কারোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দ্বিতীয়জন মিলানের লোম্বার্ডি এলাকার এক নারী। এর কয়েক ঘন্টা আগে প্রতিবেশী ভেনেতো এলাকায় এ ভাইরাসে ৭৮ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়।

ইতালির অর্থনৈতিক অঞ্চল ও শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত মিলানের লোম্বার্ডি। এখানেই ২৭ জন ভাইরাস আক্রান্ত হয়েছে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়ার পর মিলানে রোববারের জনসমাবেশ ও ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে। এছাড়া স্কুল ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়