ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনায় মৃত বেড়ে ৩৪৯৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৪, ৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় মৃত বেড়ে ৩৪৯৫

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ৪৯৫ জন দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। বিশ্বের ৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

তবে এখন পর্যন্ত ৫৭ হাজার ৬১১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, শুক্রবার চীনে আরো ২৮ জন মারা গিয়েছেন। চীনে মৃতের সংখ্যা তিন হাজার ৭০ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬৫১ জন । এর মধ্যে মোট ৫৫ হাজার ৪০৪ জন রোগী সুস্থ হয়েছেন।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ৬ হাজার ৭৬৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৪৪ জন।

ইরানে মোট চার হাজার ৭৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ১২৪ জন মারা গেছেন।

ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৭ জনে। দেশটিতে ইতোমধ্যে চার হাজার ৬৩৬ জন আক্রান্ত হয়েছেন।

অন্যান্য দেশগুলোর মধ্যে ফ্রান্স ৯, জাপান ৬, স্পেন ৮, আমেরিকা ১৫, সুইজারল্যান্ড ১, যুক্তরাজ্য ২, নেদারল্যান্ড ১, হংকং ২, আস্ট্রেলিয়া ২, ইরাক ৪, থাইল্যান্ড, তাইওয়ান, সান ম্যারিনো ও ফিলিপাইনে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়। যার সমাধান স্বরুপ এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়