ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফ্রান্সের ২ এমপি করোনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্সের ২ এমপি করোনাভাইরাসে আক্রান্ত

ফ্রান্সের পার্লামেন্ট সদস্যদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত দুজন এমপি ভাইরাস আক্রান্ত হয়েছেন। এছাড়া আরো পাঁচ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শনিবার পার্লামেন্টের নিম্মকক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পার্লামেন্ট আক্রান্ত দুই সদস্যের নাম প্রকাশ করেনি। তবে ফ্রান্সের পূর্বাঞ্চলীয় এলাকা আইজাকের সংবাদমাধ্যম জানিয়েছে, আক্রান্ত দুজনের এক জন জি-লাক রেইতজার। তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। আক্রান্ত দ্বিতীয় জন হচ্ছেন নারী। তবে তিনি কোন এলাকা থেকে নির্বাচিত তা জানা যায়নি।

পার্লামেন্টের বিবৃতিতে জানানো হয়েছে, পার্লামেন্টের স্ন্যাক বারের এক কর্মীও ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫৬ জন। আর মারা গেছেন ১৬ জন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়