ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

করোনার প্রকোপ কমার পর উহান সফরে শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ১০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার প্রকোপ কমার পর উহান সফরে শি জিনপিং

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রকোপ কমার পর প্রথমবার পরিদর্শনে গেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উহান পৌঁছান।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিদর্শনের জন্যই উহান সফরে গেছেন জিনপিং। সেখানে স্বাস্থ্যকর্মী, সেনা কর্মকর্তা, পুলিশ, রোগী এবং বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন তিনি।

গত জানুয়ারিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর অবরুদ্ধ হয়ে পড়েছে উহান শহর। চীনে নতুন সংক্রমণের সংখ্যা কমে আসতে শুরু করেছে। মঙ্গলবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ জন।

এ পর্যন্ত চীনে মৃতের সংখ্যা তিন হাজার ১৩৬ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪ জন । এর মধ্যে মোট ৫৯ হাজার ৯০৫ জন রোগী সুস্থ হয়েছেন।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়