ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা মোকাবিলায় সার্ক দেশগুলোর সহযোগিতা চাইলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ১৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় সার্ক দেশগুলোর সহযোগিতা চাইলেন মোদি

করোনাভাইরাস মোকবিলায় সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সহযোগিতা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  শুক্রবার (১৩ মার্চ) এক টুইটে তিনি এই সহযোগিতার আহ্বান জানান।

মোদি বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী একটি কৌশল প্রণয়নে আমি সার্কভুক্ত দেশগুলোর নেতাদের কাছে প্রস্তাব রাখছি। আমাদের নাগরিকদের স্বাস্থ্যবান রাখার উপায় বের করতে আমরা ভিডিও কনফারেন্সে আলোচনা করতে পারি।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সম্মিলিতভাবে আমরা বিশ্বের কাছে একটি উদহারণ স্থাপন করতে পারি।  স্বাস্থ্যবান গ্রহ তৈরিতে অংশ নিতে পারি।’

প্রসঙ্গত, সার্কভুক্ত সব কয়টি দেশেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী ভারতে। দেশটিতে ৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন এক জন।

ঢাকা/শাহেদ/হক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়