ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনাভাইরাস: সুইজারল্যান্ডে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস: সুইজারল্যান্ডে জরুরি অবস্থা জারি

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তা মোকাবিলায় পদক্ষেপ হিসেবে জরুরি অবস্থা জারি করেছে সুইস সরকার।

সোমবার (১৬ মার্চ) থেকে জারি করা এ জরুরি অবস্থা আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট সিমোনেত্তা সুম্মারোগা।

সুইস সরকার সোমবার রাত থেকে সব ধরনের গণপরিবহন চলাচল নিষিদ্ধ এবং ব্যক্তিগত অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এছাড়া করোনাভাইরাসের কারণে 'ব্যতিক্রম' জরুরি অবস্থা তৈরি হওয়ায় ৮ হাজার সেনা সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

জরুরি অবস্থার ঘোষণায় প্রেসিডেন্ট বলেন, দেশজুড়ে শক্তিশালী পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং তা এখন থেকেই।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী ছয় হাজার সাতশর বেশি মানুষ মারা গেছেন। ভাইরাসটি বিশ্বে একশ ৬২টি দেশে ছড়িয়ে পড়েছে।


ঢাকা/জেডআর/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়