ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা জয় করে উহানে আতশবাজি উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১২, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা জয় করে উহানে আতশবাজি উল্লাস

করোনাভাইরাসের উৎপত্তি শহর চীনের উহানে নতুন করে আর কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মিলছে না।

অনেকটাই স্বাভাবিক হতে চলেছে সেখানকার জীবন-যাপন। এতো দ্রুত সময়ের মধ্যে চীনের উহান শহর করোনা মুক্ত হওয়ায় অনেকেই আতশবাজি ফুটিয়ে উল্লাস করছেন।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত জানুয়ারি মাসে উহান শহর লকডাউন ঘোষণা করা হয়। সবার যাতায়াতে কড়াকড়ি আরোপ করা হয়।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে এমনটা জানিয়ে ইতিমধ্যে উহানে স্থাপিত ১৬টি অস্থায়ী হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। চীনের বিভিন্ন প্রদেশ থেকে আসা চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীরা নিজ নিজ প্রদেশে চলে গেছেন। মানুষ কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা মাত্র ৬ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭২,৪৪০ জন।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট


ঢাকা/জেনিস

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়