ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেনিয়ার গির্জায় স্যানিটাইজারের বদলে পবিত্র পানি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেনিয়ার গির্জায় স্যানিটাইজারের বদলে পবিত্র পানি

কেনিয়ার রাজধানী নাইরোবির একটি গির্জায় স্যানিটাইজারের পরিবর্তে পরিচ্ছন্নতার জন্য ভক্তদের দেওয়া হচ্ছে পবিত্র পানি।

হোলি ফ্যামিলি বাসিলিসা ক্যাথলিক চার্চে রোববারের প্রার্থনা সভায় আসা ভক্তদের এই পানি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

গির্জার যাজক ডেভিড কামুমিউ বলেন, ‘‘ঈশ্বরের ইচ্ছা আমরা যেন তার গির্জায় উপাসনা করি। আসুন প্রার্থনা করি। ঈশ্বর আমাদের নিরাপদে রাখুন।’’

অন্যান্য সময় গির্জার প্রার্থনা সভায় প্রায় পাঁচ হাজার লোক এলেও রোববারের প্রার্থনা সভায় এসেছিল মাত্র ৩০০ জন। কেনিয়ায় এ পর্যন্ত সাত জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সতর্কতা হিসেবে সরকার স্কুল বন্ধ ঘোষণাসহ লোকজনকে সামাজিকভাবে দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ দিয়েছে। গির্জাগুলোকে যথাসম্ভব কম জনসমাবেশ ঘটাতে এবং লোকজনকে বাসায় প্রার্থনা সেরে নিতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়