ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

৮ মাসের শিশুও ক‌রোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮ মাসের শিশুও ক‌রোনায় আক্রান্ত

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় আট মাস বয়সি এক শিশুসহ পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন করে এ পাঁচজন নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১৮।

উগান্ডার স্বাস্থ্য বিভাগের ডা. হেনরি মুবেসা জানান, এদের মধ্যে দু’জন চীনা নাগরিক রয়েছেন। যারা আরো দুজনকে সাথে নিয়ে হাসপাতালে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে গিয়েছিলেন।

কঙ্গো ও দক্ষিণ সুদানের সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে। তাদের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

চীনের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ার সঙ্গে সঙ্গে অ্যাকশনে নামেন উগান্ডার প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনি। দ্রুত সাফ-সতুর করে ফেলা হয় দেশের পথঘাট, হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠান। এক মাসের জন্য নিষিদ্ধ করে দেন সামাজিক-ধর্মীয়, রাষ্ট্রীয় সব ধরনের জমায়েত। বন্ধ করে দেওয়া হয় সকল শিক্ষাপ্রতিষ্ঠানও। দেশের সীমান্ত, বিমানবন্দর সিল করে ফেলা হয়। ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয় নিজ দেশের ও অন্যান্য ১৬ দেশের নাগরিকদের ওপর।

তাৎক্ষণিক পদক্ষেপের কারণে উগান্ডাই প্রথম দেশ যেখানে এতোদিন হয়ে গেলেও করোনা মহামারি রূপ ধারন করতে পারেনি।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়