ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফ্রান্স-ইংল্যান্ডে বেড়েছে মৃত্যুর মিছিল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৫, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্স-ইংল্যান্ডে বেড়েছে মৃত্যুর মিছিল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল বেড়েছে ফ্রান্স ও ইংল্যান্ডে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ২৩১ জন প্রাণ হারিয়েছে। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩১ এ। অন্যদিকে ইংল্যান্ডে ২৪ ঘণ্টায় মারা গেছে ২৮ জন। তাতে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে (৪১৪)।

ফ্রান্সে মৃত্যুর হার বেড়ে দাঁড়িয়েছে ২১ শতাংশে। তবে আগের দুদিনের চেয়ে বুধবার সেখানে কম মারা গেছে। দেশটিতে দ্বিতীয় সপ্তাহের মতো চলছে লকডাউন। তবে মৃত্যুর এই সংখ্যাটি কেবল হাসপাতাল নির্ভর। বাসার মধ্যেই মারা গেছেন অনেকে। সেটা যুক্ত হলে মৃত্যুর মিছিল আরো বড় হবে দেশটিতে। বর্তমানে ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২৩৩। ২৪ ঘণ্টায় যা বেড়েছে ১৩ শতাংশ।

ইংল্যান্ডে যে ২৮ জন বুধবার মারা গেছেন তাদের সবার বয়স ৪৭ থেকে ৯৩ এর মধ্যে। এক বার্তায় এমনটাই জানিয়েছে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থসেবা সংস্থা।

বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। বিশ্বব্যাপী কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে (২১১৭৪ জন)। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৫২০ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়