ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

২৩৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫০, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৩৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের ২৩৬ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

পাশাপাশি দেশটির ৩ হাজার ২০০ পুলিশ অফিসার অসুস্থ যা নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের প্রায় ৯ শতাংশ।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী নিউইয়র্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৪২২ জনের। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি।

বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। বিশ্বব্যাপী কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে (২১১৭৪ জন)। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৫২০ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়