ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ভিয়েতনাম এয়ারলাইনের ‘করোনাভাইরাস বীমা’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিয়েতনাম এয়ারলাইনের ‘করোনাভাইরাস বীমা’

করোনাভাইরাসের কারণে বিশ্ব জুড়ে বড় বড় বিমান সংস্থাগুলো ফ্লাইট ও স্থল বিমান বন্ধ করে চলেছে। কিন্তু বৈশ্বিক এ মহামারির মধ্যেই বিমানযাত্রীদের আশ্বস্ত করতে ভিয়েতনাম এয়ারলাইনের একটি আন্তর্জাতিক বিমান সংস্থা চালু করেছে ‘করোনাভাইরাস বীমা’।

ভিয়েতনামের এয়ারলাইন ভিয়েতজেট ‘স্কাই কোভিড এয়ার’ বীমা পলিসি চালু করেছে। এর আওতায় তাদের ফ্লাইট ব্যবহারের সময় কোনো যাত্রী করোনায় আক্রান্ত হলে তিনি ২০ কোটি ভিয়েতনামী ডং দাবি করতে পারবেন।

এই নীতিমালার লক্ষ্য, বিনাখরচে করা এ বীমা চালু থাকবে ২০২০ সালের ২৩ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সমস্ত অভ্যন্তরীণ ফ্লাইটে। যাত্রীদের আশ্বাস ফেরাতেই এই ব্যবস্থা। একটি বিবৃতিতে ভিয়েতজেট বলেছে, চলমান সংকট চলাকালে ভ্রমণের সময় গ্রাহকরা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তা নিশ্চিত করতে এটি ১ হাজার কোটি ডং প্রদানের জন্য প্রস্তুত। তারা লিখেছে, ‘যাত্রীদের ও কেবিন ক্রুদের স্বাস্থ্য সুরক্ষায় রোগের সমস্ত ঝুঁকির বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’

ফ্লাইটের তারিখের দিন থেকে ঠিক ৩০ দিন পর্যন্ত এ বীমার সুবিধা পাবেন যাত্রীরা, তবে জানাতে হবে কীভাবে তারা এ রোগে সংক্রমিত হলেন।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়