ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা সংক্রমণে ইতালিকে টপকে গেল যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫০, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা সংক্রমণে ইতালিকে টপকে গেল যুক্তরাষ্ট্র 

করোনা সংক্রমণ বিস্তারে ইতালিকে ছাড়িয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

ইতালিতে এ পর্যন্ত ৮০ হাজার ৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পক্ষান্তরে, যুক্তরাষ্ট্রে শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৩৪৪ ছাড়িয়েছে।

বিশ্বজুড়ে নোভেল করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এই মুহূর্তে বিশ্বের মোট ১৯৮টি দেশ এবং অঞ্চলে এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে।

গেল ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে মৃত্যুবরণ করেছে ২৬৮ জন। এ নিয়ে সেখানে মোট ১ হাজার ২৯৫ জনের মৃত্যু ঘটলো।  আর বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে (২৪০৭১)।

 

ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়