ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করলো তুরস্ক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে তুরস্ক। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ ঘোষণা দিয়েছেন।

তুরস্কে এ পর্যন্ত পাঁচ হাজার ৬৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৯২ জন।

শুক্রবার জারি করা নতুন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইট যাত্রার আগে স্থানীয় গভর্নরের অনুমতি নিতে হবে এবং পিকনিক এলাকা, বন ও প্রত্মতাত্ত্বিক এলাকাগুলো ছুটির দিন বন্ধ ঘোষণা। এই নিষেধাজ্ঞা কবে শেষ হবে তা জানান নি এরদোয়ান।

তুর্কি জনগণকে ধৈর্য্য ও ত্যাগের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের নাগরিকদের নির্দেশনা মেনে চলার দৃঢ়তার ওপর নির্ভর করবে এসব পদক্ষেপের মেয়াদ।’

তিনি বলেন, ‘সব পদক্ষেপ যদি কঠোরভাবে মেনে চলা হয় তাহলে স্রষ্টার ইচ্ছায় আমরা দ্রুত সময়ের মধ্যে এই সংকট কাটিয়ে উঠব।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়