ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনাভাইরাসে রাশিয়ার চিত্র উল্টো, মৃত্যুর হার শূন্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪০, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসে রাশিয়ার চিত্র উল্টো, মৃত্যুর হার শূন্য

 

করোনাভাইরাসে চীন-যুক্তরাষ্ট্রসহ পুরো উন্নত বিশ্ব যখন মৃত্যুপুরী, তখন রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা মাত্র ৪ জন।  যদিও সেখানে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি মানুষ।

যদিও পুতিন প্রশাসনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ রয়েছে। তারপরও রুশ কর্তৃপক্ষের দাবি, সঠিক সময়ে ব্যবস্থা নেয়াতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অ্যালিয়েন্স অব ডক্টরসের প্রধান ড. অ্যানেস্তেজি ভ্যাসিলিভা বলেন, ‘রাশিয়ার স্বাস্থ্যসেবাখাত করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তুত নয়। তাই করোনাভাইরাসকে নিউমোনিয়া বলে চালিয়ে দিচ্ছে সরকার। শুধু মস্কোতে ১৫টি হাসপাতাল নিউমোনিয়ার জন্য আলাদা করা হয়েছে। তিনটিতে করোনাভাইরাসের চিকিৎসা হচ্ছে। এতেই স্পষ্ট, পরিস্থিতি কতোটা শোচনীয়।’

সরকারি হিসেবে, মস্কোতে চলতি বছর জানুয়ারিতে গেল বছরের তুলনায় নিউমোনিয়ার রোগী বেড়েছে ৩৭ শতাংশ। যদিও প্রশাসনের দাবি, এর সঙ্গে করোনাভাইরাসের কোনও সম্পর্ক নেই।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘শুরু থেকেই সর্বোচ্চ সতর্ক আমরা। মহামারির প্রথম সপ্তাহেই আঞ্চলিক ও জাতীয়-উভয় পর্যায়ে জনগণের চলাচল সীমিত করে ফেলা হয়। তাই সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। অন্যান্য দেশ ভাইরাসের বিরুদ্ধে অনির্দিষ্টকালের যুদ্ধ ঘোষণা করলেও ভাইরাস নির্মূলে আমাদের ৩ মাসের বেশি সময় দরকার হবে না।’

এদিকে, ভাইরাসের বিস্তার রোধে গত শুক্রবার থেকে বিশ্বের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত করেছে রাশিয়া।

সুত্র : সিএনএন,রয়টার্স

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়